শনিবার ১৪ জুন ২০২৫ - ১৯:৫৭
ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান-এর মধ্যে এক টেলিফোনালাপে ইসলামাবাদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তেহরান আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে।

হাওজা নিউজ এজেন্সি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “পাকিস্তান ইরানের পাশে দৃঢ়রভাবে অবস্থান নিয়েছে” এবং অন্যায় সামরিক আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ।

যৌথ বিবৃতিতে পাকিস্তান ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে।

এছাড়াও ইসলামাবাদ আঞ্চলিক উত্তেজনা হ্রাস ও দোষীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha